Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অধ্যাপক আলী হোসেন হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ২৯ নভেম্বর ২০১৮

আপডেট: ১৯:০৩, ২৯ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

অধ্যাপক আলী হোসেন হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: ঢাকার ইডেন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলী হোসেন মালিক হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গৃহপরিচালক সায়েদ ফকির ওরফে সাইফুল এবং মো. সুজন। গাড়িচালক মাসুদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

২০১৬ সালের ১১ অক্টোবর ভাষানটেক থানাধীন বনানী ডিওএইচএস রোড নম্বর দুইয়ের ৫৩/এ চতুর্থ তলায় সৈয়দ গ্রুপের অফিসে আলী হোসেন মালিককে হত্যা করা হয়। তিনি ওই অফিসের জেনারেল ম্যানেজার ছিলেন।

এ ঘটনায় আলী হোসেনের ছেলে সেয়াম মালিক একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে দুই আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল হওয়ার পর ২০১৭ সালের ১১ জুন একই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলার বিচারকালে আদালত ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer