Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অতি দরিদ্রের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

অতি দরিদ্রের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা  : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন আগামী পাঁচ বছরের মধ্যে অতি দরিদ্রের সংখ্যা ৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে।শনিবার সিলেট সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৮৮৮ জন চা শ্রমিকের মধ্যে মোট ৯৪ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া ১৪২ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫৬ লাখ ৫৩ হাজার টাকার চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আগের তুলনায় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে পাঁচ গুণ। বর্তমানে এখাতে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের ২০ দশমিক ৮ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে। এটা নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে অতি দরিদ্রের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দারিদ্র দূর হলে মানুষের সক্ষমতা আরো বাড়বে। এতে বাংলাদেশের উন্নয়নের কাঙ্খিত লক্ষ্য পূরণের পথ আরো সহজ হবে।

এসময় মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer