ছবি: সংগৃহীত
মেক্সিকোর সোনোরা রাজ্যে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, শনিবার হেরমোসিলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ওয়াল্ডো’স স্টোরে এই বিস্ফোরণ হয়। সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুঃখজনকভাবে আমরা যেসব মৃতদেহ উদ্ধার করেছি, তাদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে।
তিনি আরও জানান, আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় জননিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো আক্রমণ বা সহিংস ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় বলে তারা নিশ্চিত হয়েছে।
গভর্নর দুরাজো বলেন, আমি এই ঘটনার কারণ নির্ধারণ ও দায়ীদের চিহ্নিত করার জন্য একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক্সে শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা জানিয়েছেন।




