ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নির্বাচনের শেষ মুহূর্তে এসে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। রোববার (পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশ করেছেন ট্রাম্প। সেই সমাবেশে যুক্তরাষ্ট্রে একটি ‘নতুন স্বর্ণযুগ’ শুরু করতে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান রিপাবলিকান প্রার্থী ও সাবেক এই প্রেসিডেন্ট।
পেনসিলভানিয়ায় উপস্থিত জনতাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক পার্টি নামক একটি ‘দুর্নীতিবাজ’ মেশিনের বিরুদ্ধে তিনি লড়াই করছেন এবং নির্বাচিত হলে বড় পরিবর্তন করবেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মঙ্গলবার নির্বাচিত হলে এটি দেশের জন্য একটি ‘নতুন স্বর্ণযুগের’ সূচনা করবে।
ট্রাম্প বলেন, ‘আমি মুদ্রাস্ফীতির অবসান ঘটাব। আমি আমাদের দেশে আসা বিপুল সংখ্যক অভিবাসী যারা যুক্তরাষ্ট্রকে দখল করে রেখেছে তাদের ফেরত পাঠাব।’
এ সময় ট্রাম্প ‘ভোটিং প্রাকটিস’ এর সমালোচনা করেন। নির্বাচনে না জিতলে জালিয়াতির অভিযোগ করতে পারেন এমন আশংকার মধ্যেই তিনি এই সমালোচনা করলেন। ট্রাম্প বলেন, ‘আমাদের একদিনের ভোট এবং কাগজের ব্যালট হওয়া উচিত।’
মঙ্গলবার রাত ৯টা, ১০টা, বা ১১টার মধ্যে এই নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান ট্রাম্প।
এদিকে, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস অন্যতম দোদুল্যমান রাজ্য মিশিগানের ডেট্রয়েটের একটি কৃষ্ণাঙ্গ চার্চ এবং আরব আমেরিকানদের মধ্যে প্রচারণা দিয়ে তার দিন শুরু করেন। তিনি বলেন, ‘মাত্র দুই দিনের মধ্যে আমরাই পারি আগামী প্রজন্মের জন্য আমাদের জাতির ভাগ্য নির্ধারণ করতে।’
তিনি বলেন, আমাদের কাজ করতে হবে। শুধু প্রার্থনা করা বা কথা বলাই যথেষ্ট নয়। ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলো কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র চর্চায় আমাদের জনগণকে সেবা করার মধ্য দিয়েও তা বাস্তবায়ন করতে হবে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণে এসব অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।