Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২২ ১৪৩১, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪

থাইল্যান্ডে স্কুলবাসে আগুন : ২৩ মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

থাইল্যান্ডে স্কুলবাসে আগুন : ২৩ মরদেহ উদ্ধার

ফাইল ছবি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে দুর্ঘটনার কবলে পড়ার পর আগুন লেগে যাওয়া একিট বাস থেকে অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ফরেনসিক সায়েন্স কমিশনার ট্রেইরং ফিউপান সাংবাদিকদের বলেন, ‘২৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে।’  

দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত বলেছেন, ১৬ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের বহন করছিল। 

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, সামনের টায়ার ফেটে যাওয়ার পর বাসটি ব্যাংককের ঠিক উত্তরে মহাসড়ককে বিভক্তকারী কংক্রিটের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বাসটিতে দ্রুত আগুন লেগে যায়। যার ফলে বাসটিতে থাকা অনেকেই বের হতে পারেননি। তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এক্স পোস্টে লেখেন, শিক্ষার্থীরা রাজধানী থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে উথাই থানি প্রদেশে ফিল্ড ট্রিপে ছিল।তিনি লেখেন,  ‘একজন মা হিসেবে আমি ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer