Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পশ্চিমা মিত্ররা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পশ্চিমা মিত্ররা

ফাইল ছবি

ইউক্রেনকে পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ বিমানও দিচ্ছে। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। খবর আলজাজিরার।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমা ট্যাংক ও সমরাস্ত্রের অপেক্ষায় আছে ইউক্রেনের সেনারা। অনেক জায়গায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইও স্থগিত রেখেছে তারা।

ওলেকসি রেজনিকভ বলেন, মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমান দ্রুত আসার পথে রয়েছে। এগুলো দিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই রুশ বাহিনীর ওপর তীব্র হামলা করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও জার্মানির কাছে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ চেয়েছিল ইউক্রেন। তবে জেলেনস্কির এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছিল দেশ দুটি।

এদিকে, ওলেকসিকে সরিয়ে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন, সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ। ইউক্রেনের ঊর্ধ্বতন একজন আইনপ্রণেতা আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer