Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

যুদ্ধের প্রভাব: প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

যুদ্ধের প্রভাব: প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

আগামী বছর গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর বসবে প্যারিসে

ফ্রান্সের প্যারিসে আগামী বছর বসতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আসন্ন অলিম্পিককে ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা যৌথভাবে প্রত্যাখ্যান করেছিল পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া। 

আসন্ন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে খেলার সুযোগ দেওয়া হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ অন্তত ৪০টি দেশ অংশ নিবে না বলে জানিয়েছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক। কামিল বোর্নিজুক বলেন, 'আইওসির ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৪০টি দেশ নিয়ে একটি জোট গঠন করা সম্ভব।'

তিনি আরও বলেন, জোট গঠনের বিষয়টি বিবেচনা করে আমি মনে করি, অলিম্পিকের আগে আমরা কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবো না। যদি আমরা অলিম্পিক বয়কট করি, তবে আমাদের জোট ২০২৪ অলিম্পিককে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer