Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৭ ১৪৩২, মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ব্রিফিংয়ে জাহিদ হোসেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ব্রিফিংয়ে জাহিদ হোসেন

ছবি: সংগৃহীত

ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি, মেইন্টেইন করছেন- এমনটিই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন। 

তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
তাৎক্ষণিকভাবে উনার (খালেদা জিয়ার) চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি (তারেক রহমান) দেশি-বিদেশি চিকিৎসদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন।’

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার ও বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য এ সময় দোয়া কামনা করে তিনি বলেন, 'আমরা এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আল-আমিন দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।

গুজব প্রসঙ্গে তিনি বলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব এবং আমি উনার চিকিৎসা সংক্রান্ত ব্রিফ করবো এর বাইরে আর কারো কথায় কান না দেয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।  এ যাত্রায় উনি সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। আমরা সবাইকে সর্বোচ্চ সংযম পোষণ এবং গুছব ছড়ানো থেকে বিরত থাকতে আহবান জানাচ্ছি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables