Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৪ ১৪৩২, রোববার ২০ জুলাই ২০২৫

কয়েকটি ঘটনায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ: তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ১৯ জুলাই ২০২৫

প্রিন্ট:

কয়েকটি ঘটনায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ: তারেক রহমান

ফাইল ছবি

সম্প্রতি কয়েকটি নৃশংস ঘটনায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান তিনি। 

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরও জানান, দেশে কোনোভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।

জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, গণঅভ্যুত্থানের বীর শহীদেরা জাতির গৌরব। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশের বর্তমান অস্থিরতার কথা উল্লেখ করে তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী হতে হবে।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও সাহসী হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, কোনো ভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের, আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্রীয় রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়।’

নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার যেন সময় নষ্ট করতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables