Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩১, মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫

সংস্কার দরকার, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে: ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ১৮ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

সংস্কার দরকার, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে: ফখরুল

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের মর্যাদা সমুন্নত রেখে সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনেরও ঘোষণা দিতে হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র ও অতঃপর শীর্ষক সিম্পোজিয়ামে কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না।

ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।
 
দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে।

বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, তা আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer