Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আওয়ামীলীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের শঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

আওয়ামীলীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের শঙ্কা

-আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কা

বিভাগীয় শহরে আওয়ামীলীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে রাজনীতির মাঠে উত্তেজনা দেখা দিয়েছে।  গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে আজ বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।অপরদিকে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে পাল্টা শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। সংঘাতের আশঙ্কায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরের ৩১ শয্যা হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ হবে। গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় শুরু হবে বিএনপির সমাবেশ। এবারের কর্মসূচিতে ব্যাপক জমায়েত করতে চায় বিএনপি। এ জন্য কয়েক দিন ধরে ঢাকা মহানগর ও আশপাশের জেলায় প্রস্তুতি সভা করেছে তারা।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিমনেসিয়ামে সকাল ১১টায় শান্তি সমাবেশ হবে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টটিউট মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।  খুলনা নগরের শিববাড়ী মোড়ে বিকেল ৩টায় নগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও একই সময় শহীদ হাদিস পার্কসংলগ্ন কেসিসি মার্কেটের সামনে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। খুলনা মহানগর আওয়ামী লীগ গত শুক্রবার বর্ধিত সভায় শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। 

রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। অন্যদিকে নগরের টাউন হল মাঠে বিকেল ৩টায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর বিকেল ৩টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer