Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

রাজধানীর বিভিন্ন স্থানে বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কালো ধোঁয়া বের হয়, এমন গণপরিবহনের বিরুদ্ধে শুরু হয় অভিযান। পাশাপাশি এসব যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। এ সময় বেশ কিছু যানবাহনকে জরিমানা করা হয়।

রাজধানীর অন্যান্য জায়গাও বায়ু দূষণরোধে সিটি কর্পোরেশনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। একই সময়ে রাজধানীর আফতাবনগরেও বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer