Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বিভেদ ভুলে একতার ডাক নরেন্দ্র মোদির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২ মার্চ ২০২৩

প্রিন্ট:

বিভেদ ভুলে একতার ডাক নরেন্দ্র মোদির

ছবি: সংগৃহীত

জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি বিদ্বেষ, বিচ্ছিন্নতা আর বিভেদের পথ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলন শুরুর আগে নরেন্দ্র মোদি এ আহ্বান জানালেন। 

এ সময় মোদি আরও বলেন, বিশ্বে শৃঙ্খলা চরমভাবে ব্যর্থ হয়েছে। যেকোনো সংকট সমাধানে বিশ্ব এক হতে না পারার বিষয়টির তীব্র সমালোচনা করেন মোদি। বলেন, গত কয়েক বছরে অর্থনৈতিক সমস্যা, জলবায়ু পরিবর্তন, মহামারি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ— পরিষ্কারভাবে দেখিয়েছে বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, যেসব ইস্যু আমরা একসঙ্গে সমাধান করতে পারব না, সেসব ইস্যু তৈরি হতে দেওয়া যাবে না।
জি-২০ এর পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টিই আলোচনার মুখ্য বিষয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা বলেন, তারা আশা করছেন যুদ্ধের মতো যুদ্ধসংক্রান্ত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer