Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে। রোববার প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরীওয়ালের ডেপুটিকে গ্রেপ্তার করল সিবিআই।

গত বছর আগস্টে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এর পর তার ব্যাংক লকারও খতিয়ে দেখেন তদন্তকারীরা।

সেই দিনই সিসৌদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর গত রোববার সিসৌদিয়াকে আবার তলব করে সিবিআই। কিন্তু, বাজেট প্রস্তুতির জন্য গত রোববার হাজিরা দেননি তিনি।

দিল্লি সরকারের অর্থ দফতরের দায়িত্ব রয়েছে মণীশের কাঁধে। তাই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তুত করার কাজে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছিলেন সিসৌদিয়া। এর পর এই রোববার তাকে আবার তলব করা হয়েছিল এবং সেখানেই গ্রেপ্তার করা হয় তাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer