Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ১ মার্চ ২০২৩

প্রিন্ট:

করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ

ছবি- সংগৃহীত

টিকা স্বল্পতার কারণে করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেওয়া আপাতত বন্ধ করা হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় সাত কোটি, চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি।’

তিনি আরো বলেন, ‘কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছুদিন বন্ধ থাকবে।’  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিকা শেষ হওয়ার আগে আমরা টিকার চাহিদা দিয়েছি। ওরা এ টিকা বিনা মূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই টিকা পাব। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজের টিকাগুলো আমাদের কাছে আসবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer