ফাইল ছবি
চলতি সপ্তাহে ব্যাংক থেকে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিকে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার একজনের সর্বোচ্চ ১ লাখ টাকা তোলার সুযোগ ছিল। অবশ্য কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অংকের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, একই ব্যক্তি একাধিক শাখা থেকে আলাদা-আলাদাভাবে যেন বেশি টাকা তুলতে না পারে তা দেখতে হবে। বিশেষ করে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এ নির্দেশনা মেনে চলতে হবে। অবশ্য কোনো ব্যবসায়ী যদি যৌক্তিক কারণ দেখিয়ে বাড়তি টাকা তুলতে চান তাতে কোনো বাধা নেই। তবে এ ক্ষেত্রে ওই ব্যবসায়ীকে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি যে কোনো পরিমাণের টাকা তুললেই তা জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীণ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। রাজনৈতিক নেতা, ব্যাংকের চেয়ারম্যান, ব্যবসায়ী, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এ তালিকায়। এই নির্দেশনা দেওয়া হয় মূলত পরিবর্তিত পরিস্থিতিতে কেউ টাকা তুলে যেন অপরাধমূলক কাজ কিংবা পালাতে না পারে সে জন্য।