ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদামে দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে দুটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি যুবক এবং অন্যজন এক নারীর মরদেহ বলে জানিয়েছে পুলিশ।রোববার দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পাশের ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। আর ওই নারী এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন।
ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চত করেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।
বাড়িওয়ালা আতিক জানান, বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।




