Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩০ ১৪৩২, বুধবার ১৪ মে ২০২৫

১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের টিকাদান শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৭ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের টিকাদান শুরু

আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের করোনা সংক্রমণ সুরক্ষার টিকা দেওয়া শুরু হচ্ছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) পৌরসভা পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যারা করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেয়নি। টিকা না নেওয়ার ফলে করোনা আক্রান্ত হয়ে তারা ঝুঁকিতে চলে যাচ্ছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer