বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) বিশ্বব্যাপী দেশগুলোতে করোনা টিকার দ্রুত আমদানি ও বিতরণের পথ সুগম করতে বৃহস্পতিবার সংস্থাটি ফাইজার-বায়োএনটেক তৈরি টিকা প্রদানের জরুরি অনুমোদন দিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, এখন পর্যন্ত ইংল্যান্ডের ৬০টি অঞ্চলের অন্তত ১ হাজার মানুষ নতুন ধরনের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা সাধারণ করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়াচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৩০ জনে।এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৯ জন। এর মাধ্যমে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হলো ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন।
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ৬ সপ্তাহব্যাপী এই ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।
বাংলাদেশে ২০২০ সালে নতুন করে ৬৫৮ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১৪১ জন।
মহামারি করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৯৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন।
চীনের দক্ষিণ-পশ্চিমের শিচুয়ান প্রদেশে নতুন ধরনের নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ভাইরাসটিতে ৫০ শিশু আক্রান্ত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নিচতলায় অবস্থিত জিনোম সেন্টার পরিদর্শন করেন তারা।
রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়। এই জন্য অভিজ্ঞ হোমিওচিকিৎসকে রোগীর পুরা লক্ষণ নির্বাচন করে ধাতু গত চিকিৎসা দিতে পারলে তাহলে আল্লাহর রহমতে হোমিও চিকিৎসায় দেয়া সম্ভব।
চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ‘চিকিৎসক বার্তা’র ভূয়শী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।