Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

খাদ্য উদ্বৃত্ত উপজেলা টুঙ্গিপাড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ৭ জুলাই ২০২২

প্রিন্ট:

খাদ্য উদ্বৃত্ত উপজেলা টুঙ্গিপাড়া

চাহিদার তুলনায় ফলন বেশী হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা এবার হলো খাদ্যে উদ্বৃত্ত উপজেলা। এ উপজেলায় এ বছর বোরো মৌসুমে ৮ হাজার ৩০৫ মেট্রিক টন চাল উদ্বৃত্ত উৎপাদিত হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষাবাদ ও বাম্পার ফলনের কারণে এ বছর উদ্বৃত্ত খাদ্য উৎপাদিত হয়েছে বলে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, বোরো মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলায় ৮ হাজার ৪ শ’ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষক ৮ হাজার ৯ শ’ হেক্টর জমিতে বোরো ধনের আবাদ করেন। চালের হিসেবে টুঙ্গিপাড়ায় ৩৩ হাজার ৩০৫ মেটিক টন চাল উৎপাদিত হয়েছে। বছরে টুঙ্গিপাড়া উপজেলায় চালের চাহিদা ২৫ হাজার মেট্রিক টন। সে হিসাবে টুঙ্গিপাড়ায় ৮ হাজার ৩০৫ মেট্রিক টন চাল উদ্বৃত্ত উৎপাদিত হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন বলেন, টুঙ্গিপাড়া উপজেলার জমি অত্যন্ত উর্বর। এ উপজেলার জমিতে প্রচুর আর্গানিক উপাদান রয়েছে। এখানে সব ধরণের ধান প্রত্যাশা থেকেও বেশি ফলে। এছাড়া লক্ষ্যমাত্রার চেয়েও ৫ শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এসব কারণে উদ্বৃত্ত খাদ্য উৎপাদিত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer