Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দ্রুত অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে না: ইউক্রেনকে ইউ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

দ্রুত অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে না: ইউক্রেনকে ইউ

-ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন স্পষ্ট জানালেন, ইউক্রেন যেভাবে ভাবছে, সেভাবে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশটিকে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে না।শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের উপস্থিতিতে ভন্ডার লিয়েন ইউক্রেনকে দীর্ঘ তালিকার কথা স্মরণ করিয়ে দেন, যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আগে পূরণ করতে হবে। 

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হলে ইউক্রেনকে প্রধান যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে- ব্যাপকভিত্তিক দুর্নীতি বন্ধ করা, বিচার ব্যবস্থায় সংস্কার আনা যাতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে এবং নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করা।  গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer