Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত বেড়ে ৭২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত বেড়ে ৭২

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন কম্পাউন্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার ভোরে মসজিদটির ধ্বংসাবশেষ থেকে আরও ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার  দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। ওই সময় যারা জোহরের নামাজ পড়ছিলেন, তাদের ওপর ছাদ ভেঙে পড়ে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, জোহরের নামাজ চলাকালে আত্মঘাতী হামলাকারী যখন বিস্ফোরণ ঘটায়, তখন সামনের সারিতে সে নিজেও উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে নিহত হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

আত্মঘাতী এ বিস্ফোরণে নিহতের ঘটনায় খাইবার পাখতুনওয়ানের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান মঙ্গলবার প্রদেশে একটি দিনের শোক ঘোষণা করেছেন।

এদিকে বিস্ফোরণে আহতদের দেখতে পেশোয়ারে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেছেন, বিস্ফোরণের পর আহত ১৫৭ জনকে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া বিস্ফোরণে নিহত ৪০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer