Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২৩ জানুয়ারি ২০২৩

প্রিন্ট:

কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর আলী (৩৯) নামে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।রোববার রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

শুক্কুর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আপিলেও মৃত্যুদণ্ড বহাল রাখায় গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর করলে সকল আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রবিবার রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ফাঁসি কার্যকরকালে উপস্থিত ছিলেন। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer