Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ৭ নভেম্বর ২০২২

প্রিন্ট:

রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসীদের

এখন থেকে রেমিট্যান্স পাঠাতে কোনো ফি দিতে হবে না প্রবাসীদের। অভ্যন্তরীণ রেমিট্যান্স পরিচালনার জন্য সোমবার থেকে ব্যাংকগুলো কোনো ধরনের ফি নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

রোববার সোনালী ব্যাংক ভবনে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত এমন সময়ে নেয়া হলো, যখন টানা দুমাস ধরে বিদেশ থেকে রেমিট্যান্স আসা কমেছে এবং যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়াচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ পদক্ষেপটি অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে কাজ করতে পারবে।

এছাড়াও, দেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা এমনকি ছুটির দিনেও থাকবে। অর্থাৎ বৈদেশিক বিনিময় সংস্থাগুলো এদিনও খোলা থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer