Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ কার্তিক ১৪২৮, বুধবার ২০ অক্টোবর ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আইপিএলে আবারও করোনার হানা


২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার, ০৬:০০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আইপিএলে আবারও করোনার হানা

গত এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের ১৪তম আসর। কিন্তু করোনা হানা দেওয়ায় মাঝপথেই সেটি স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই। এখন সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটির বাকি অংশ শুরু হয়েছে। সেটিতেও এবার ভাইরাসটি হানা দিয়েছে।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থাঙ্গারাসু নটরাজন করোনা পজিটিভ হয়েছেন। তিনিসহ সংস্পর্শে আসা আরও ৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে দিল্লির বিপক্ষে হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।নটরাজনের সংস্পর্শে আসা ওই ছয়জন হলেন- ক্রিকেটার বিজয় শঙ্কর, ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা ভান্নান, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পি গানেসান।


সানরাইজার্স মেডিকেল টিম জানিয়েছে, করোনা শনাক্ত হলেও নটরাজনের শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ নেই। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের শরীরেও উপসর্গ দেখা দেয়নি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।