Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বানসালির সিনেমাকে ঐশ্বরিয়ার ‘না’


০১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার, ১১:১৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


বানসালির সিনেমাকে ঐশ্বরিয়ার ‘না’

ঢাকা : এবার বিতর্কের তোপে পড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। জানা গেছে, অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘গুলাব জামুন’-এ অভিনয় করার জন্য সঞ্জয় লীলা বানসালির সিনেমায় না করে দিয়েছেন ঐশ্বরিয়া।

প্রায় ৮ বছর পর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্যই নাকি বানসালির সিনেমা ছেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। এমনই গুঞ্জন রটেছে বলিউড পাড়ায়।

আবার অন্যদিকে শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালি কখনোই ঐশ্বরিয়াকে তার আগামী সিনেমার জন্য প্রস্তাব দেননি। এসব বিষয়ে যা বলা হচ্ছে তা পুরোটাই গুজব বলেও দাবি করেছেন সঞ্জয় লীলা বানসালির মুখপাত্র।

এই সিনেমার জন্য কখনো অন্য কোনো অভিনেত্রীর কথা ভাবা হয়নি বলেও দাবি করেছেন বানসালি। তবে বিতর্কিত এই বিষয় নিয়ে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হলেও তিনি কিছুই বলেননি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।