Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ মাঘ ১৪২৭, সোমবার ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

৩১ জুলাই আমাজন প্রাইমে আসছে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’


০৪ জুলাই ২০২০ শনিবার, ১০:০৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


৩১ জুলাই আমাজন প্রাইমে আসছে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’

বিদ্যা বালানের ছবি শকুন্তলা দেবী মুক্তি পেতে চলেছে আমাজন প্রাইমে একথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবারে স্থির হল রিলিজ ডেট। গণিতে বিস্ময়কর ক্ষমতার জন্য পরিচিত প্রয়াত শকুন্তলা দেবী’র বায়োপিক এই ছবি। সেকেন্ডের মধ্যে জটিল অঙ্কের সমীকরণ মুহূর্তে সমাধান করে ফেলার কারণেই তাকে ‘মানব কম্পিউটার’ আখ্যা দেওয়া হয়। অনু মেনন পরিচালিত এই ছবি আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

রিলিজ ডেট ঘোষণা করার জন্য টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালান। যেখানে তিনি দর্শকদের কিছুটা দ্বিধায় ফেলার চেষ্টা করেছেন কঠিন কঠিন অঙ্কের সমাধান করতে বলে। ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, ‘এক অসাধারাণ মস্তিষ্কের অনন্য গল্প!’

সংখ্যা নিয়ে অসাধারণ দক্ষতা ছিল শকুন্তলা দেবী’র। ক্ষণিকের মধ্যে বলে দিতে পারতেন অতীতের যে কোনও শতকের দিনের তারিখ। তার এই অনন্য ক্ষমতা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে রয়েছেন শকুন্তলা দেবী’র মেয়ে অনুপমা চট্টোপাধ্যায়ের ভূমিকায় সানিয়া মলহোত্রা, স্বামীর চরিত্রে যিশু সেনগুপ্ত ও অমিত সাধ।

উল্লেখ্য, গুলাবো সিতাবোর পর বলিউডের দ্বিতীয় ডিজিটাল রিলিজ এই ছবি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।