Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৭, বুধবার ২১ অক্টোবর ২০২০, ৫:২৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

১৫ অক্টোবরের ট্রাম্প-বাইডেন বিতর্ক বাতিল : নতুন তারিখ ঘোষণা


১০ অক্টোবর ২০২০ শনিবার, ১০:৫৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


১৫ অক্টোবরের ট্রাম্প-বাইডেন বিতর্ক বাতিল : নতুন তারিখ ঘোষণা

১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) বিতর্কের নতুন দিন-ক্ষণ ঘোষণা করেছে।

আল জাজিরা জানিয়েছে, অনলাইনে হওয়ার কথা ছিল বিতর্কটির। তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তা না মেনে নেয়ায় শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২২ অক্টোবর নির্বাচনী বিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে দুই পক্ষ মেনেও নিয়েছে।

নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর নির্বাচনী বিতর্ক হচ্ছে না। চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অক্টোবরের ২২ তারিখ আয়োজন করবে কর্তৃপক্ষ। সবার স্বাস্থ্য নিরাপত্তা জরুরি। বিষয়টি মাথায় নিয়ে কাজ করতে হবে।

কমিশন আরও জানায়, টেনেসির নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে বসবে এই বিতর্ক। টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি স্বাস্থ্য প্রোটোকল মেনে নির্বাচনী বিতর্ক আয়োজন হবে। ট্রাম্প-বাইডেন দুজনে এতে অংশ নিতে রাজি হয়েছেন।

১৫ মিনিটের ছয়টি অংশে ভাগ করা হবে। প্রত্যেকটি অংশের বিষয় শিগগিরই জানিয়ে দিবেন মডারেটর ক্রিস্টেন ওয়াকার।

আগামী নভেম্বরে নতুন প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেডিটকের প্রার্থী জো বাইডেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ