Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ২:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার


০১ মে ২০২১ শনিবার, ০৬:১৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।শনিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

জুনায়েদ আল কাসেমী ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিবের ছেলে বলে সিআইডি সূত্র জানিয়েছে।

সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জানিয়েছেন, গ্রেপ্তার জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি নাশকতায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার কোনো মামলা রয়েছে কি-না, তা যাচাই করা হচ্ছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।