Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ আষাঢ় ১৪২৭, রবিবার ১২ জুলাই ২০২০, ৩:২৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

হাসপাতালে ভর্তির তথ্য সম্পূর্ন ভিত্তিহীন: মাশরাফি


২২ জুন ২০২০ সোমবার, ০৫:৪৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


হাসপাতালে ভর্তির তথ্য সম্পূর্ন ভিত্তিহীন: মাশরাফি

করোনাভাইরাসে আক্রান্ত হলেও মাশরাফি সুস্থ আছেন। তার হাসপাতালে বেড না পাওয়ার তথ্য ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মর্তুজা। তিনি জানান, তাঁর অবস্থান অবনতি হয়নি এবং হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস নিয়ে মাশরাফি জানান, আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসা থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যেতে হতে পারে, সেটাই স্বাভাবিক।

হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ন ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, এ ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।