Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ আশ্বিন ১৪২৬, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১:১৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

হত্যার ১০ দিনের মধ্যে সুরতহাল-ময়নাতদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ


১৬ মে ২০১৯ বৃহস্পতিবার, ০৩:১১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


হত্যার ১০ দিনের মধ্যে সুরতহাল-ময়নাতদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ

ঢাকা: হত্যার ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার তদন্ত কর্মকর্তাকে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিজিএম) দাখিল করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।