Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১:৫৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সড়ক দুর্ঘটনায় নিহত রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী


১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার, ১২:০৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সড়ক দুর্ঘটনায় নিহত রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

ঢাকা : গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আফজাল হোসেন (৫৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে আফজাল হোসেন একটি গাড়িতে করে আসতে নিলে তাকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আফজাল হোসেনকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।