২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার, ১০:৪১ এএম
আফনান শীলা
বহুমাত্রিক.কম
তোমার সাথে কাটানো সময়ের স্মৃতি -
এখনো স্নিগ্ধ, সতেজ।
সব মনে করি রোজ,
যদিও যাতায়াতের ঘটেছে ইতি।
গোকর্ণঘাট থেকে ময়দাগঞ্জ বাজার,-
ওটুকুই পথ,তবু আজও মনে হয় যেন,-
কতটা সময় গেছে একসাথে তোমার আমার!
তিতাস! আমার কিন্তু বেশ মনে আছে,
তোমার সাথে কাটানো সময়গুলো,
স্মৃতিতে পড়েনি আস্তর কোন,
জমেনি ধূলো।
তোমার বুক চিরে ছুটে চলা জলযানের একঘেয়ে শব্দ,
হাঁসের জলকেলি,জলউদ্ভিদ
আর পানকৌড়ির টুপটাপ ডুব।
নদীপাড়ের বাড়ি থেকে
ঘোমটা টানা পল্লী বধূ অপেক্ষায় উৎসুক -
("ভাইধন আইলো নি, নাইওর নিত বইলা")
ভুলি নি আজও, যদিও
হরহামেশা হয় না বলা।
চর্মচক্ষে শৈশবে দেখা তুমি ,
সবুজের ক্যানভাসে রুপোলি আঁচর,
আর এখনো বুকের ভেতর
অমিয়ধারার কলকল স্রোতস্বীনি।
শুনেছি তোমার দুপারে নাকি
বসতি হয়েছে সভ্যতার,
উঠেছে অনেক দালান-বাড়ি,
ব্যস্ততা বেড়েছে ইটের ভাটার!
এটা -সেটা ,কল ও কারখানার।
কুমোরেরা নীরব এখন,
কে নেবে আর মাটির বাসন,
কত যে আছে, প্লাস্টিক-মেলামাইন!!
শুশুকেরা ভুলেছে এ পথ,
যখন তখন দেয় না আর ডিগবাজী।
হাতির বিলের ও কমেছে পানি ,
তেমন মাছ নেই আর,-
শোল, গজার, পুঁটি আর মেনি।
তিতাস ! তোমার কি মনে পড়ে,
তোমার বুক চিড়ে, পড়ন্ত বিকেলে ,
ভেঁপু বাজিয়ে লঞ্চ ছুটে চলে -
সাথে কতশত গল্পেরা বাড়ী যায়,-
জীবনের গান গেয়ে ফেরে।
তোমার সাথে কাটানো শৈশব-
মনে পড়ে খুব-
তবু হয় না সময়,-
তোমাকে ছুঁয়ে দেখার,
নিয়ে পড়ে থাকি,
ব্যস্ত জীবনের কলরব।।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।