Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ শ্রাবণ ১৪২৭, শনিবার ০৮ আগস্ট ২০২০, ১১:২৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

স্বাস্থ্য ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু: ইউনিসেফ


২৮ জুলাই ২০২০ মঙ্গলবার, ০৬:৩৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


স্বাস্থ্য ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু: ইউনিসেফ

প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় কাঁপছে বিশ্ব। মহামারি ভাইরাসটির প্রভাবে ভুগছেন সব বয়সের মানুষ। তবে এদের মধ্যে প্রায় ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

সতর্কতা জানিয়ে ইউনিসেফ বলছে, করোনা ভাইরাসের মহামারির কারণে দক্ষিণ এশিয়ার প্রায় ৩৯ লাখ শিশু তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই শিশুরা যেকোনো সময় স্বাস্থ্য জটিলতায় পড়তে পারে।

বিবিসি জানিয়েছে, শিশুদের স্বাস্থ্য বিষয়ক ইউনিসেফের এই পরিসংখ্যানটি দিয়েছে মেডিক্যাল জার্নাল ল্যানসেট। ল্যানসেটের ঐ সমীক্ষায় বলা হয়, করোনা ভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু তীব্র স্বাস্থ্য সমস্যার শিকার হবে। ইউনিসেফ বলছে, এর অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ায়।

ইউনিসেফ জানায়, চরম অপুষ্টির কারণে শিশুদের ওই সমস্যাগুলো দেখা দেবে। যার ফলে শিশুরা খুব দুর্বল হয়ে পড়বে। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ে যাবে এবং তাদের সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটবে না।ইউনিসেফের মতে, কোভিড-১৯ মহামারির আগেও ২০১৯ সালে ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্নতায় ভুগছে। এদের ১৭ লাখই ছিল বাংলাদেশে। জরুরি পদক্ষেপ না নিলে চলতি বছর এমন শিশুদের সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে। এই সমস্যা মোকাবেলায় ইউনিসেফ ২৪ কোটি ডলারের জরুরী তহবিলের আবেদন জানিয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

শিশুর রাজ্য -এর সর্বশেষ