Bahumatrik :: বহুমাত্রিক
 
১৭ জ্যৈষ্ঠ ১৪২৭, রবিবার ৩১ মে ২০২০, ১:০৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

স্বস্তিকার বাবা সন্তু মুখার্জি আর নেই


১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার, ১১:৫৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


স্বস্তিকার বাবা সন্তু মুখার্জি আর নেই

ঢাকা : টালিউডের খ্যাতিমান অভিনেতা সন্তু মুখার্জি আর নেই। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছে ৬৯ বছর। তিনি জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা।

সন্তু মুখার্জির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে। শোক প্রকাশ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, মাধবী মুখার্জি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা।

জানা গেছে, দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন সন্তু মুখার্জি। কিন্তু কাজ থামিয়ে রাখেননি। একের পর এক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে গিয়েছেন। কিছু দিন আগেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন। কিন্তু সেই ফেরা আর বেশিদিন টেকসই হয়নি।

সন্তু মুখার্জির জন্ম ১৯৫১ সালে কলকাতায়। ১৯৭৫ সালে বরেণ্য নির্মাতা তপন সিনহার হাত ধরে সিনেমায় আসেন সন্তু। তার প্রথম সিনেমা ছিল ‘রাজা’। সেই থেকে একটানা কাজ করে এসেছেন সন্তু মুখার্জি। থিয়েটার, সিনেমা ও টেলিভিশন সব ভুবনেই তার অবাধ বিচরণ ছিল।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।