Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৭, শনিবার ০৫ ডিসেম্বর ২০২০, ৪:৫৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

স্থগিত হওয়া স্বাধীনতা পুরস্কার প্রদান কাল


২৮ অক্টোবর ২০২০ বুধবার, ০৭:৩৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


স্থগিত হওয়া স্বাধীনতা পুরস্কার প্রদান কাল

করোনা সংক্রমণ প্রতিরোধে স্থগিত হওয়া স্বাধীনতা পুরস্কার আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভূষিতদের হাতে তুলে দেওয়া হবে। আগামীকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, রেডিও, অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একই সঙ্গে স্বাধীনতা পদক দেওয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।