Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ আষাঢ় ১৪২৭, রবিবার ০৫ জুলাই ২০২০, ১০:১৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান নিহত


২৩ অক্টোবর ২০১৯ বুধবার, ০৯:৩০  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান নিহত

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, সীতাকুণ্ড থানার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‌্যাব- ৭ এর টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

১৭ অক্টোবর রাতে সীতাকুণ্ডের কুমিরায় নিজ ক্লিনিক থেকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ফেরার পথে খুন হন ডা. শাহ আলম। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।