Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ মাঘ ১৪২৫, শুক্রবার ১৮ জানুয়ারি ২০১৯, ১:৫৩ অপরাহ্ণ
Globe-Uro

‘সিমবা’ পরিচালক ও অভিনেতাকে দীপিকার আশীর্বাদ


০৯ জানুয়ারি ২০১৯ বুধবার, ১১:২২  এএম

বহুমাত্রিক ডেস্ক


‘সিমবা’ পরিচালক ও অভিনেতাকে দীপিকার আশীর্বাদ

ঢাকা: দুই শ কোটি রুপির ঘর ছুঁই ছুঁই করছে ‘সিমবা’। সেই আনন্দ বন্ধু-বান্ধবের মাঝে ভাগ করে নিতে সোমবার রাতে আয়োজন করা হয়েছিল এক পার্টির। উপস্থিত ছিলেন অজয় দেবগণ, কাজল থেকে শুরু করে রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোনও।

দীপিকাকে পেয়ে মজা করতে ছাড়েননি রণবীর সিং, রোহিত শেঠি ও করণ জোহর। তাঁরা একসারিতে দাঁড়িয়ে আশীর্বাদ চেয়েছেন ‘পদ্মাবৎ’ তারকার। দীপিকাও নিরাশ করেননি, হাত উঁচিয়ে আশীর্বাদ দিয়েছেন বলিউডের এই সময়ের দুই তারকা চলচ্চিত্র পরিচালক ও অভিনেতাকে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।