Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ জ্যৈষ্ঠ ১৪২৬, বৃহস্পতিবার ২৩ মে ২০১৯, ৫:১৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় সেনা তলব সৌদি যুবরাজের


০১ ডিসেম্বর ২০১৮ শনিবার, ০৮:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় সেনা তলব সৌদি যুবরাজের

ঢাকা : সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় সৌদি আরবের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম প্রেসটিভি।

এতে বলা হয়, মোহাম্মদ বিন সালমান আশঙ্কা করেছিলেন, রাজপরিবারের কয়েকজন যুবরাজ তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন। তাই সম্ভাব্য অভ্যুত্থান ঠেকানোর জন্য তিনি আগেভাগেই দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সশস্ত্র সেনা সদস্যদেরকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দেন।

আরও বলা হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি২০ সম্মেলনে যোগ দেয়ার সময় সৌদি যুবরাজ এই নির্দেশ দেন।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যা ও ইয়েমেনে সামরিক আগ্রাসনের জন্য যখন মোহাম্মদ বিন সালমান দেশে-বিদেশে মারাত্মক সমালোচনার মুখে আছেন, তখন এই খবর প্রকাশিত হলো।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ