Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৫:৩৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সাভারে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার


১৫ এপ্রিল ২০১৯ সোমবার, ০৬:৪৪  পিএম

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


সাভারে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

সাভার: সাভারে মজিদপুর এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের পরনের প্যান্টের পকেট থেকে ৫পিস ইয়াবা ও ছোট বোতলে দেশী মদ উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে সাভারে মজিদপুর এলাকার প্রথমবাড়ী বাইতুল হেরা জামে মসজিদের পাশের পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, বিকেলে সাভার পৌর মজিদপুর এলাকার ওই পুকুরের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।