Bahumatrik :: বহুমাত্রিক
 
২৫ আষাঢ় ১৪২৭, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২০, ১০:৪১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সাঁড়াশি অভিযান চালিয়ে কী হলো, প্রশ্ন খালেদার


২৮ জুন ২০১৬ মঙ্গলবার, ০৯:০৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


সাঁড়াশি অভিযান চালিয়ে কী হলো, প্রশ্ন খালেদার

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরা জড়িত। এ কারণেই প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে না।

মঙ্গলবার রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, ‘যারা এই ঘটনাগুলা (সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড) ঘটিয়েছে তাদের কাউকে ধরতে পারে নাই। কারণ এই লোকগুলা কিন্তু তাদের কিংবা তাদের সমর্থক কেউ ছিল।’

সরকারের সাঁড়াশি অভিযানের কড়া সমালোচনা করে খালেদা বলেন, দেশি এবং বিদেশি মানুষকে দেখানোর জন্য, সাঁড়াশি অভিযান চালিয়ে কী হলো, বিএনপি এবং অন্যান্য দলের নেতাকর্মীদের ধরা হলো। সত্যিকারের অপরাধী যারা তাদের ধরুন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।’ 

অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।