Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ জ্যৈষ্ঠ ১৪২৬, সোমবার ২৭ মে ২০১৯, ৯:২৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সদরঘাটে নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার


১০ মার্চ ২০১৯ রবিবার, ০১:১৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সদরঘাটে নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার

ঢাকা : শনিবার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ নিখোঁজ সাহিদার মরদেহ রোববার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিয়ষটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান।

এর আগে সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট অংশে দেলোয়ার (৩৮) ও জুনায়েদের মরদেহ ভেসে ওঠে। পরে বেলা সাড়ে ১২টার দিকে ভেসে ওঠে মীমের মরদেহ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। শুক্রবার দুপুরে দেলোয়ারের স্ত্রী জামসিদা (২০) মরদেহ ভেসে উঠে বুড়িগঙ্গায়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।