Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ভাদ্র ১৪২৬, শনিবার ২৪ আগস্ট ২০১৯, ১১:১৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সংসার ভাঙছে সুবর্ণা-সৌদের!


০৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার, ০৮:৫৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সংসার ভাঙছে সুবর্ণা-সৌদের!

ঢাকা: প্রয়াত গুণী অভিনেতা হুমায়ুন ফরিদীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ পর ২০০৮ সালে নিমার্তা বদরুল আলম সৌদকে ভালোবেসে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা। এ বিয়ে নিয়ে শোবিজ পাড়ায় শুরু থেকেই নানা গুঞ্জন চলে। এবার তেমনই একটি গুঞ্জন সত্য হওয়ার পথেই এগুচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তবে এবার জোরালোভাবেই কথা উঠেছে, সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদের সংসার ভেঙে যাচ্ছে।

সুবর্ণা-সৌদের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে, বেশ ক’দিন ধরেই তাদের বনিবনা হচ্ছে না। ইদানিং তারা নাকি আলাদাও থাকছেন। সংসারে অশান্তির কারণে কিছুদিন আগে সৌদ অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন। এবারও অভিযোগ উঠেছে, সৌদ নাকি নতুন প্রেমে মজেছেন। আর এ কারণেই সংসারে অশান্তি।

এ বিষয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়। এখন দেখার পালা, সংসার ভাঙনের খবরটি কি এবারও গুঞ্জন নাকি সত্যি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।