Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ চৈত্র ১৪২৫, বুধবার ২০ মার্চ ২০১৯, ৩:১৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সংলাপে ঐক্যফ্রন্টের নেতাদের আপ্যায়নে ১৭ পদের খাবার


০২ নভেম্বর ২০১৮ শুক্রবার, ১২:১২  এএম

বহুমাত্রিক ডেস্ক


সংলাপে ঐক্যফ্রন্টের নেতাদের আপ্যায়নে ১৭ পদের খাবার

ঢাকা : গণভবনে সংলাপে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ১৭ পদের খাবারে আপ্যায়নে করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে সংলাপে অংশ নেন। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ সংলাপ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।  

বৈঠক সূত্র জানায়, সংলাপের শুরুতেই অতিথিদের দেওয়া হয় কমলা, আপেল ও তরমুজের জুস। সেই সঙ্গে ছিল চিপস। এরপর আলোচনার ফাঁকে ফাঁকে খাবার সরবরাহ চলতে থাকে।

খাবার তালিকায় ছিল মোরগ পোলাও, সাদা ভাত, বাটার নান, মাটন রেজালা, রুই মাছের দো পেঁয়াজা, চিতল মাছের কোপতা, মুরগির মাংস, গরুর মাংসের কাবাব, সুপ, মিক্সড লুডুলস, মিক্সড ভেজিটেবল। এছাড়াও আছে কয়েক ধরনের সালাদ। ডেজার্ট হিসাবে ছিল টক দই, মিষ্টি দই ও চিজ কেক। এছাড়াও ছিল কোমল পানীয়, চা ও কফি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ