Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ৫:৫৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শ্রীলঙ্কায় হামলার লক্ষ্যবস্তু মসজিদ ও মুসলমানরা, নিহত ১


১৪ মে ২০১৯ মঙ্গলবার, ১১:২৯  এএম

বহুমাত্রিক ডেস্ক


শ্রীলঙ্কায় হামলার লক্ষ্যবস্তু মসজিদ ও মুসলমানরা, নিহত ১

শ্রীলঙ্কায় বিভিন্ন এলাকায় মসজিদ ও মুসলিমদের ওপর হামলা চালিয়েছে সেখানকার স্থানীয়রা। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। জানা যায়, দেশটির উত্তর-পশ্চিমের পুত্তালাম জেলায় এক ব্যবসায়ীর দোকানে ক্ষুব্ধ জনগণ আক্রমণ করার পর ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কার পুলিশ বিভিন্ন শহরে দাঙ্গাকারীদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়েছে। দেশটির প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহ সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।