Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৬, সোমবার ২১ অক্টোবর ২০১৯, ৪:০৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শুটিংয়ে আহত নায়ক সিয়াম


২৮ জুন ২০১৯ শুক্রবার, ১১:০৩  এএম

বহুমাত্রিক ডেস্ক


শুটিংয়ে আহত নায়ক সিয়াম

ঢাকা : সাভারে চলছে শান সিনেমার অ্যাকশন দৃশ্যধারণের কাজ। যেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম, পূজা এবং তাসকিন। বাংলাদেশে এই প্রথম ‘ক্রাভ মাগা’ অ্যাকশন করা হচ্ছে এই সিনেমায়। ‘ক্রাভ মাগা’ মারামারির ইসরাইলি রণকৌশল।

শুটিংয়ের সময় বুধবার সিয়াম মারাত্মকভাবে আহত হন। তার কাঁধের বা’পাশে ব্যাপক চোট লাগে। এরপরও শুটিং চালিয়ে যান সিয়াম। এমন ডেডিকেশন দেখে সেটের সবাই তাকে বাহবা দিয়েছেন তাকে।

‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনা করছেন এম রাহিম। চিত্রগ্রাহক সাইফুল শাহীন। ছবিতে অভিনয় করছেন সিয়াম, পূজা চেরি, তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, ডনসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।