Bahumatrik :: বহুমাত্রিক
 
২ অগ্রাহায়ণ ১৪২৬, রবিবার ১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে ছাত্রলীগের মানববন্ধন


১০ জুলাই ২০১৯ বুধবার, ১১:০৯  পিএম

কাজী রকিবুল ইসলাম,যশোর

বহুমাত্রিক.কম


শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে ছাত্রলীগের মানববন্ধন

যশোর : সারাদেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে যশোর জেলা ছাত্রলীগ।

সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা, নাজমুল জসিম, হেমায়েতুল ইসলাম সানিল, জাকির হোসেন জুম্মন, তানভীর লিমন, আরাফাত হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিশু সামিয়া আফরিনের হত্যাকারীদের ফাঁসি এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ধর্ষকের বিচার দাবি করেন।
এছাড়াও তারা নারী শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।