Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ২:১১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শিক্ষার আলোয় অন্ধত্বকে জয় করার প্রত্যয় নোমানের


০৩ নভেম্বর ২০১৭ শুক্রবার, ০১:২২  এএম

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


শিক্ষার আলোয় অন্ধত্বকে জয় করার প্রত্যয় নোমানের

বগুড়া : দৃষ্টি প্রতিবন্ধী হুসাইন মাহমুদ নোমান। জন্ম থেকেই দু’চোখে আলো নেই। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি রঙ্গিন এ পৃথিবীর সৌন্দর্য উপভোগ তো দূরের কথা জন্মদাতা বাবা-মা’র চেহারা দেখার সৌভাগ্য টুকুও তার হয়নি। এতটা অসহায় হওয়ার পরও সে দমেনি। শিক্ষার আলোয় অন্ধত্বকে জয় করতে চায় নোমান। হতে চায় দেশের সু নাগরিক।

বুধবার বগুড়ার শাজাহানপুরের সাজাপুর ফুলতলা আহমদিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে সে জেডিসি পরীক্ষার প্রথম দিনে শ্রুতি লেখকের সাহায্যে কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। লেখাপড়া শিখে অন্ধত্বকে জয় করে সে একজন আদর্শ শিক্ষক হতে চায়।

উপজেলার মালিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হুসাইন মাহমুদ নোমান হতদরিদ্র পরিবারের সন্তান। তার বাবা আবু বকর খান একজন দিন মজুর। মা ফরিদা বেগম একজন গৃহিনী। ৩ ভাইয়ের মধ্যে নোমান বড়। অপর ২ ভাই ৫ম ও ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। মালিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান জানিয়েছেন, অন্ধত্ব হার মানাতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধী নোমানকে।

সে ২০১৪ সালের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ‘এ’ গ্রেড পেয়েছিল। এবারের জেএসসি পরীক্ষাতেও ভাল ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করছে নোমান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।