Bahumatrik :: বহুমাত্রিক
 
২৫ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১০ ডিসেম্বর ২০১৮, ৮:০৩ পূর্বাহ্ণ
Globe-Uro

শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ ও ড্যানিস মুকওয়েগে


০৫ অক্টোবর ২০১৮ শুক্রবার, ০৭:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ ও ড্যানিস মুকওয়েগে

ঢাকা : এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরাকের মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ড্যানিস মুকওয়েগে।

যুদ্ধে যৌন সহিংসতা রোধে অবদানের জন্য তাদেরকে এ পুরস্কার দেয়া হলো। অনেকদিন ধরেই তারা যুদ্ধবিধ্বস্ত দেশে নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধে কাজ করে আসছেন।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে। এবছর শান্তি পুরস্কারের জন্য ৩৩১টি নাম মনোনীত হয়েছিল।

গত বছর শান্তিতে নোবেল পুরষ্কার পায় আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবোলিশ নিউক্লিয়ার ওইপনস- আই.সি.এ.এন.। আগামী ৮ই অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ