Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শরৎকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ১৯:২৭, ৪ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

শরৎকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

যশোর : বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) উদ্যোগে শরৎকালীন কবিতা উৎসব ও ১৯৫তম মাসিক সাহিত্য অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরে শুক্রবার সকালে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।

সংগঠনের সভাপতি অধ্যাপক সামসুজ্জামানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড.মুস্তাফিজুর রহমান, কলামিষ্ট আমিরুল ইসলাম, কবি ড. শাহনাজ পারভীন, কবি মোহাম্মদ আব্দুল খালেক।

উৎসবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, অ্যাডভোকেট মাহমুদা খানম, আহমদ রাজু, রবিউল হাসনাত সজল, আবুল হাসান তুহিন।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আব্দুল আলীম, সাধন কুমার অধিকারী, কুতুব উদ্দিন বিশ্বাস, লায়লা বেগম, কমলেশ চক্রবর্তী, সনৎ কুমার কুন্ডু, এএফএম মোমিন যশোরী, মুস্তাফিজুর রহমান, শামীম বাদল, সুমন বিশ্বাস, রেজাউল করিম রোমেল, শাহরিয়ার সোহেল, নজরুল ইসলাম, শ্রাবণী আক্তার উর্মি, শংকর নিভানন, কল্যাণ আচার্য্য, বৈদ্যনাথ মন্ডল, হুমায়ন কবীর, ইলিয়াস শাহ, মাসুম বিল্লাহ, আল নোমান, রতন দত্ত, এসএম মনির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল হাসান বলেন, কবি, সাহিত্যিকরা আছেন বলে সমাজ এখনো সুন্দর আছে। ভাল কাজ হয়। সৃষ্টিশীল লেখা দিয়ে আমাদের সমাজকে পরিচালিত করে। উন্নয়নের স্বপ্ন দেখায়। বিনা স্বার্থে আমাদের সমাজ বির্নিমাণে যে ভূমিকা রেখে চলেছেন তার জন্য সকল সৃষ্টিশীলদের ধন্যবাদ জানাতে হয়।

প্রধান অতিথি আরো বলেন, শরৎকাল আমাদের সকলের মন আন্দোলিত করে। আর সেই সময়ের কবিতা আমাদের মানস পটে সুন্দরতম অনুভূতি সৃষ্টি করে। যার কারণে আমাদের মনকে আরো উন্নত হয়। বিদ্রোহী সাহিত্য পরিষদের এ শরৎকালীন কবিতা উৎসব আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। যশোরবাসীর পক্ষে শরতের কিছু সময় বিএসপির এ আয়োজন আমাদেরকে আন্দোলিত করতে সক্ষম হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer